তিন অভিনয়শিল্পীকে তলব পরিচালক সমিতিতে

0 ১,০৩০

আলমগীর,বিনোদন :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে তলব করেছে” ভালো থেকো’ ছবির তিন অভিনয়শিল্পীকে। এরা হলেন— আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ। ১২ এপ্রিল তাদের সশরীরের পরিচালক সমিতিতে উপস্থিত থাকতে হবে।

মার্চে শুরুর দিকে নেপালে ‘ভালো থেকো’র দুটি গানের শুটিং হয়। এর পরপরই পরিচালক রাজু জানান, তাকে না জানিয়ে প্রযোজকের নির্দেশে দৃশ্যায়ন হয়েছে। এর প্রেক্ষিতে তিনি পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ করেন।

সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’র শুটিংয়ে পরিচালকের অনুমতি ব্যতীত অংশ নেন তিন শিল্পী। এ বিষয়ে ২২ মার্চ তাদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়, কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়। এ কারণে ১২ এপ্রিল সমিতিতে সশরীরে এসে জবাব দেওয়ার জন্য বলা হয়।

বদিউল আলম খোকন পরিবর্তন ডটকমকে বলেন, ‘৩০ মার্চ শিল্পীরা তাদের লিখিত জবাব সমিতিতে পাঠান। কিন্তু সমিতির বোর্ড সদস্যরা তাদের জবাব সন্তোষজনক মনে না করায় এবার সশরীরে তলব করা হয়েছে।’

চিঠির ব্যাপারে বলেন, ‘গুলশান মার্কেটে আগুন লাগার কারণে পারিবারিক ব্যবসা নিয়ে আমি কিছুটা ব্যস্ত থাকায় শুটিংয়ে যাওয়ার আগে রাজু স্যারকে ফোন দিতে পারি নাই। আমি যতই ব্যস্ত থাকি না কেন স্যারকে ফোন দেওয়া উচিত ছিল, এজন্য স্যারের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

তিনি আরো বলেন, ‘আমি নেপালে যাওয়ার সময় ভেবেছিলাম স্যার আমাদের সাথে যাবেন। বিমানবন্দরে গিয়ে শুনি উনি যাবেন না। এরপর নেপালে গিয়ে শুনি স্যার অভিযোগ করেছেন। আমি আগে থেকে কিছুই জানতাম না।’

আরিফিন শুভ বলেন, ‘ডেকেছে যখন যাবো। সেখানেই আনুষ্ঠানিক বক্তব্য দেব।’ এছাড়া নায়িকা তানহা তাসনিয়াকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে বদিউল আলম খোকন জানান, ১ এপ্রিল প্রযোজক ও পরিচালক জাহিদ হাসান অভিকে মুখোমুখি করা হয়। তখন দুপক্ষের বক্তব্য শুনে নেপালে শুটিং হওয়া গানগুলোকে পরিচালককে দেখতে বলা হয়। উনি দেখার পর যদি মনে হয় ছবির সাথে যায় তাহলে রেখে দিতে, না হলে নতুন করে শুটিং করতে।

Leave A Reply

Your email address will not be published.