তুরাজ খান রিপন গাজী-তোর কারনে

0 ১,৩৬০

আলমগীর, বিনোদন :
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নতুন এক ছবি তোর কারনে । বুলবুল আহমেদ দর্শকদের মন জয় করা জন্য এবং বাংলা ছবির দর্শক ফিরিয়ে আনার জন্য এমন এক কাহিনী নিয়ে হাজির হচ্ছে তোর কারনে । হিরো তুরাজ খান বলেন এই ছবিতে এমন কিছু কাহিনী আছে যে দর্শকদের অনেক ভাল লাগবে। এবং তোর কারনে ছবিটি একটি ত্রিভুজ প্রেমের গল্প নায়েকা গ্রামের মেয়ে শহরের ছেলেকে বিয়ে করে এখান থেকে মুড় অন্যদিকে ঘুরে ।এই ছবিটি এমন একটি গল্প যে সবার মন নাড়া দিবে।ছবিটি জোহা মাল্টিমিডিয়া ব্যানারে সাইদুল ইসলাম ও বুলবুল আহমেদ প্রযোজিত এম কে জামান মাষ্টার পরিচালনা তোর কারনে অভিনয় করেছেন হিরো তুরাজ খান ,রিপন গাজী আর অনেকে।

Leave A Reply

Your email address will not be published.