তুষি বাংলালিংক এর বিজ্ঞাপনে

0 ৯৪৫

tushiffff1-300x300বিনোদন ডেস্ক : আলোচিত লাক্স তারকা নাজিফা আহমেদ তুষি সম্প্রতি কাজ করলেন নতুন একটি বিজ্ঞাপনে। আর এই নতুন বিজ্ঞাপনটি হলো মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক এর। আদনান আল রাজীব পরিচালিত এই বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এ প্রসঙ্গে তুষি বললেন,”মডেল হিসেবে বাংলালিংকের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম। কোক স্টুডিও এবং কুড়িল ফ্লাইওভারসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। কাজটি আশা করছি দর্শক খুব পছন্দ করবেন।” জানা গেছে আসছে ঈদের আগেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.