রাজশাহীতে তেল জাতীয় ফসলেে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের আওতায় কৃষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সমবার পবা উপজেলা পরিষদ হল রুমে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকদের সংগঠন কে বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. শেখ মোঃ রুহুল আমিন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রাজশাহী অঞ্চল, সভার সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ মোজদার হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রাজশাহী।