তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রথম হয়েছেন তানোরের বিজয়

0 ১৭১
তানোর প্রতিনিধি: তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রথম স্থান অধিকার করেছেন তানোর উপজেলার কামারগাঁ তেল ফসল উৎপাদনকারী কৃষক দলের প্রধান বিজয় কুমার প্রামানিক।

রাজশাহীতে তেল জাতীয় ফসলেে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের আওতায় কৃষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সমবার পবা উপজেলা পরিষদ হল রুমে রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষকদের সংগঠন কে বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. শেখ মোঃ রুহুল আমিন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রাজশাহী অঞ্চল, সভার সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ মোজদার হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি রাজশাহী।

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রথম স্থান অধিকার করেছেন তানোর উপজেলার কামারগাঁ তেল ফসল উৎপাদনকারী কৃষক দলের প্রধান বিজয় কুমার প্রামানিক।  দ্বিতীয় স্থান অধিকার করেছেন গোদাগাড়ী উপজেলার ধামিলা তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষক দলের প্রধান মোঃ মনিরুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুর উপজেলার পাচুবাড়ি তেল ফসল উৎপাদনকারী কৃষক দলের প্রধান মোসাঃ জহুরা বেগম সহ আরো দুজন তৃতীয় হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.