তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

0 ১৭৩

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর ব্লকে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

বৃহস্পিতবার অনুিষ্ঠত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শামসুল ওয়াদুদ বলেন,ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে দেশে সরিষার আবাদ বৃদ্ধি করলে এবং সরিষার তেল খাওয়ার অভ্যাস করলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

তিনি আরও বলেন ১ ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে। বর্তমানে তিলের আবাদ বৃদ্ধি করতে হবে,তিল থেকে ভালো তেল পাওয়া যায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোস্তফা কামাল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোসাঃ উম্মে সালমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

আরোও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মমিনুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শফিকুল আলম ,এসএপিপিও প্রফুল্ল সরকার, এসএএও মোঃ হাবিবুর রহমান, এসএএওঅতনু সরকার সহ কৃষক/কৃষাণীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.