শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনটি ২০ এপ্রিল শুক্রবার বেলা ১২টায় মার্কেটের উপর তলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদে ২২জন প্রতিদ্বন্দ্বিকে ১০৬ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করে। এতে হাজী নেছার উদ্দিন তোতা সভাপতি পদে ও সাধারণ সম্পাদকে পদে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জ নির্বাচিত।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ইয়ার মাহমুদ ফলাফল ঘোষণাকালে জানান, শেরপুর শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাজী নেছার উদ্দিন তোতা(ছাতা প্রতিকে) ৫৫ ভোট, সহ-সভাপতি পদে শাহীন আলম তোতা(হরিণ প্রতিকে ৬৫ ভোট), সাধারণ সম্পাদকে পদে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু(আনারস প্রতিকে ৮৪ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ(কলস প্রতিকে ৭০ ভোট), কোষাধ্যক্ষ পদে আবু হেনা মোস্তফা কামাল লিটন(হাতপাখা প্রতিকে ৭১ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে গোলাম রব্বানী(মই প্রতিকে ৬১ ভোট), দপ্তর সম্পাদক পদে সাজ্জাদুর রহমান রাজু(হাঁস প্রতিকে ৫৮ ভোট), ধর্মীয় সম্পাদক পদে হাবিবুর রহমান(মিনার প্রতিকে ৬৪ ভোট), কার্যনির্বাহী সদস্য পদে আব্দুর রউফ সরদার(মোরগ প্রতিকে ৫৯ ভোট), আব্দুল খালেক(সিলিং ফ্যান ৭২ভোট), ও সেলিম রেজা(ফুটবল প্রতিকে ৬৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে মোট ২২জন প্রতিদ্বন্দ্বির অংশগ্রহন ও ১০৬ জন ভোটার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিরতীহীনভাবে তাদের ভোটারাধিকার করেন বলেও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post