থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে ৬ সেনা নিহত

0 ১,৫২৩

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৬ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪ জন।
প্রুক লিয়াংসুহু জেলার পুলিশের প্রধান জানান, সোমবার দেশটির সংহিসতাপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পাট্টানি প্রদেশে সেনারা তাদের নিয়মিত ডিউটির অংশ হিসেবে রাস্তায় পাহারা দেয়ার সময় ওই বোমা বিস্ফোরিত হয়।
প্রুক বলেন, ‘এলাকার সহিংস গোষ্ঠীগুলি এই কাজ করতে পারে। তবে আমরা এখনও দৃশ্যপট পরীক্ষা করছি।’
এখনও পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই বোমা হামলা এবং গুলির ঘটনা ঘটে থাকে। মূলতঃ ইয়ালা, পাট্টানি এবং নরাথিবাট এই তিনটি প্রদেশ ২০০৪ সাল থেকে জঙ্গি হামলার শিকার হয়ে আসছে। দ্বীপ সাউথ ওয়াচ নামে একটি পর্যবেক্ষক দল বলছে, এই অঞ্চলে সহিংসতার কারণে ৬ হাজার ৮০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন।
জঙ্গিরা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। এর ফলে মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন গুলি ও বোমা হামলার শিকার হচ্ছেন। – প্রেসটিভি।

Leave A Reply

Your email address will not be published.