থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষ, শিশুসহ নিহত ২৫

0 ৯২৩

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে ভ্যান ও পিকআপের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় রাজধানী ব্যাংকক থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণে চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় দুর্ঘটনাটি ঘটে।

বান বুয়েং প্রাদেশিক পুলিশ স্টেশনের ডেপুটি চিফ ল্যাফটেন্যান্ট কর্নেল ভিরোজ জানান, ভ্যানচালক নিয়ন্ত্রণ হারানোর পর আগুন ধরে গিয়ে এতো সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে।

ডেপুটি চিফ জানিয়েছেন, ভ্যানের যাত্রীদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন। আর পিকআপের দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যান ও পিকআপের দু’জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com