থিতু হয়ে ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকেই অফ ফর্মে, ফর্মে ফিরতে শ্রীলঙ্কা সফরের পর ছুটিও নিয়েছেন।
খেলেননি ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। ওই বিশ্রামের সময়ে নিজের ফিটনেস নিয়ে বেশ কাজ করেছেন তিনি। ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে খেলছেন জাতীয় লিগে। তবে তামিমের দারুণ শুরু পরও ইনিংসটা লম্বা করতে পারেননি।
বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) জাতীয় লিগের ২১তম আসর শুরু হয়েছে। ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং ডিভিশন শুরুতে ব্যাট করতে নামে। খেলাটি শুরু হয় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মুমিনুলের নেতৃত্বে খেলা দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদিকুর রহমানের শুরুটা ভালোই ছিল। ওপেনিং জুটি তারা তোলেন ৮০ রান। ফিফটির পর সাদিকুরের বিদায়ের পর বিদায় নেন তামিমও। করেন ১০৫ বলে মাত্র ৩০ রান। মাহমুদুল্লাহর বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ড্যাশিং ওপেনার।