দাবাড়ু ইয়াসমিন লাইফ সাপোর্টে
স্পোর্টস ডেস্ক: জাতীয় মহিলা দাবা খেলোয়াড় খাদিজা ইয়াসমিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক বেপরোয়া মোটরবাইক চালকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন।
আহত খাদিজা ইয়াসমিনের স্বজনেরা জানান, গত ২৮ সেপ্টেম্বর খাদিজা ইয়াসমিন তার ছোট মেয়ে দাবাড়ু মুশফিকা জান্নাত সাওরীর দাবার কোচিং শেষে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ৫ অক্টোবর তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনও তার জ্ঞান ফিরে আসেনি।