দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে বরণ ও বিদায় অনুষ্ঠান
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০-০১-১৮) সকালে ১১ টায় কলেজ মাঠে বিদ্যালয় শাখার ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের সভাপতি মুজিবুর রহমান। প্রভাষক সিরাজুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক ইন্তাজ আলী, সহকারী অধ্যাপক শফিউর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক আয়নাল হক, প্রদর্শক নাসির উদ্দীন, বিদায়ী শিক্ষার্থী জ্যামি খাতুন ও তিশা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, আত্তাব উদ্দীন, ফজলুর রশিদ, মসলেম উদ্দীন, এনামুল হক, ইয়ার উদ্দীন, জাহানারা বেগমসহ প্রমূখ। এছাড়াও ম্যানেজিং কমিটি সদস্য, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।#