আলমগীর :
গত ১০শে অক্টোবর দিন দুপুরে কল্যাণপুর বিআরটিসি বাস ডিপুর গেটের পাশে এস বি পরিবহনের কাউন্টারের সামনে থেকে অপহরন করা হলো লেকসার্স
গ্রæপ এর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনকে বেলা ১২টার দিকে বেলাল হোসেন কোর্টে হাজিরা দিয়ে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্য টিকিট কাটার জন্য এসবি
কাউন্টারে আসেন এই সময়ে তার ভায়রা ভাই মোঃ সাগর আহমেদ তার সাথে ছিলেন। তারা দুটি টিকেট কাটেন কিছুক্ষন পর এসবি যাত্রী পরিবহনের বাসে উঠে বসেন। হঠাৎ করে গাবতলীর দিক থেকে একটি সাদা রং এর হাইস এসে সামনে দাড়ায় ও গাড়ী থেকে ৪-৫জন লোক নেমে জোরপূর্বক বেলাল হোসেনকে গাড়ীতে উঠায় এবং সাগর আহমেদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাড়ী নিয়ে শ্যামলীর দিকে পালিয়ে যায়। সাগর আহমেদ ঘটনাটি তাৎক্ষনিক তার আত্মীয় স্বজনকে জানাল। এবং মিরপুর মডেল থানায় এসে অভিযোগ করেন। মিরপুর থানার এসআই মোঃ রফিক ঘটনার স্থানে জান বিষয়টি তদন্ত করে অভিযোগ পত্র নেন। ঘটনার প্রত্যেকদর্শী এসবি পরিবহনের লোকাল যাত্রীবাহী বাসের ড্রাইভার মোঃ বারেক বলেন আমি দাঁড়িয়ে ছিলাম ১ মিনিটের মধ্যে লোকটিকে গাড়ীতে উঠাই
ফাঁকা রাস্তায় গাড়ী টেনে চলে যায়। অপহরন এর খবর পাওয়ার পর বেলাল হোসেন এর স্ত্রী রেশমা আক্তার রিতু ঢাকা আসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
তিনি এই ব্যাপারে একটি জিডি করে কপি নিয়ে দেখা করতে বলেন। রাত ১২টার দিকে মিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়। ডায়রীতে বিবাদী
হিসাবে সিটি হসপিটালের এমডি ডাঃ মোঃ শহীদুল বারী আমিন জুয়েলার্স এর মালিক কাজী সিরাজ ও সাজ্জাদ আহমেদ কে দায়ী করা হয়।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post