দীপা কর্মকারের চরিত্রে ক্যাটরিনা কাইফ
আলমগীর, বিনোদন ডেস্ক : মহাবীর ফোঘাতের জীবন অবলম্বনে তৈরি বায়োপিক ‘দঙ্গল’ এখনও বক্স অফিসে রমরমিয়ে চলছে। মহাবীর ফোঘাতের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। আবারও আমিরের হাত ধরেই আর একটি বায়োপিক আসতে চলেছে।ন এই বায়োপিকটি জিমন্যাস্ট দীপা কর্মকারের জীবনী নিয়ে। দীপা প্রথম জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে গিয়ে দেশকে গর্বিত করেছেন।
গত সপ্তাহে আমির খানের প্রডাকশন হাউস থেকে ত্রিপুরায় দীপার বাড়িতে কয়েকজন দেখা করতে যান। দীপার জিমন্যাস্ট হয়ে ওঠার পিছনে গল্পও শোনেন তাঁরা। ছবিতে দীপার কোচ বিশ্বশ্বর নন্দীর চরিত্রও দেখা যাবে।
তবে দীপার চরিত্রে কোনও অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে বিটাউনে চর্চা শুরু হয়ে গিয়েছে। দীপা একটি ইন্টারভিউতে একবার বলেছিলেন যে কখনও তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হলে ক্যাটরিনা কাইফকে তিনি নিজের চরিত্রে দেখতে চাইবেন। এখন দেখার দীপার এই স্বপ্ন সত্যি হয় কি না।