দুই সিটি নির্বাচন নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে: ইসিকে বিএনপি
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : আসন্ন দুই সিটি নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় প্রার্থী ও সমর্থকেরা বিএনপিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে ঘিরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির ও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ পক্ষপাতমূলক আচরণ করছেন বলেও অভিযোগ বিএনপির। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কেএমপি কমিশনার ও গাজীপুরের এসপিকে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৩ মে) বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৈঠকে মঈন খান ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
আসছে…
ব্রেকিংনিউজ/