দুর্গাপুরে গাছের ডাল ভেঙে পড়ে বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর 

0 ১৩৫
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে গাছের ডাল ভেঙে পড়ে নতুন আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট (বিএনপি’র) দলের দলীয় কার্যালয় ভাংচুর হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের পুর্ব সিংগা তেঁতুলতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ডাল অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, নতুন আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট (বিএনপি) দলের উপজেলা কার্যালয় হিসেবে উপজেলা সদরের পুর্ব সিংগা তেঁতুলতলা এলাকায় একটা রুম ভাড়া নেয়। দলীয় কার্যালয়ের সামনে একটা সাইনবোর্ড টানানো থাকলেও দলীয় নেতারা আসা-যাওয়া করতেন না। প্রায় সময় দলীয় কার্যালয় বন্ধ থাকতো। শুধু মাস শেষে ভাড়া দেয়া হতো।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে হঠাৎ দলীয় কার্যালয়ের সামনে থাকা প্রাচীন আমলের তেঁতুলগাছের একটি ডাল ভেঙে পড়ে। এতে দলীয় কার্যালয় ভেঙে পড়ে। প্রায় এক ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে ভেঙে পড়া ডাল অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল খায়ের বলেন, প্রাচীন আমলের তেঁতুলগাছটির একটি ডাল বাতাসে ভেঙে পড়ে দলীয় কার্যালয় ভেঙে গেছে। বৈদ্যুতিক লাইনের কেবল ছিড়ে যায়। এছাড়াও রাস্তায় সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও ভেঙে পড়া ডাল অপসারণ করার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ নিয়ে বিএনএম’র দলীয় নেতাদের বক্তব্য জানতে চাইলেও দলীয় পদে থাকা কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তবে ওই ভবনের মালিক বকুল ইসলাম জানান, স্থানীয় এক  নেতা বিএনপি’র দলীয় কার্যালয় করার জন্য ঘরটি ভাড়া নেন। তারা মাসে মাসে ভাড়াও পরিশোধ করেন। এই ঘটনার পর দলীয় কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.