দুর্গাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক আব্দুুল মান্নান (৪৫) নিহত হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুুল মান্নান মোটরসাইকেল চালিয়ে দুর্গাপুর থেকে বাগমারা যাওয়ার পথে গোপালপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুুল মান্নান বাগমারা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত সুমন আলীর ছেলে বলে জানা গেছে।