দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দুর্গাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ প্রমুখ ৷
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনজুর হোসেন।