
সোমবার দপুর আড়াইটার আগুনে ভস্মীভূত হয় পানবরজ দুটি। খবর পেয়ে স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষন চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আইয়ুব আলী ও শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে হঠাৎ তারা পানবরজে আগুন লাগার খবর পান। এরপর গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তাদের দুজনের প্রায় ৯ পৌণ পানবরজ পুড়ে গেছে। এ ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুর্গাপুরস্থ স্টেশন অফিসার আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। এ ঘটনায় কৃষকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।