দুর্গাপুর কুহাড় উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় শতভাগ পাস
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। জানাযায়, কুহাড় উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১৬জন পরিক্ষা দিয়ে ১৬ জনই পাস করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছেন।
এ বিষয়ে কুহাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেল, আমাদের বিদ্যালয়ে এবার শতভাগ পাস করেছে। এবং এর আগেও ৫ বার শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। আমাদের বিদ্যালয় ২০০২ সালে প্রতিষ্টিত হলেও ২০০৪ সাল থেকে অনুমতি পায়। এবং ২০১০ সাল থেকে নিয়োমিত জেএসসি পরীক্ষা দিয়ে খুব ভলো রেজাল্ট করে আসছে। প্রধান শিক্ষক আরও জানান, আমরা প্রতি বছর ভাল ফলাফল করে আসলেও এখন পর্যন্ত আমাদের প্রতিষ্টান এমপিও ভুক্ত হয়নি। তাই দীর্ঘ ১৮ বছর আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী বিনা বেতনে পাঠদান পরিচালনা করে আসছে।
এব্যাপারে দুর্গাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল হক জানান, এইটা র্বোড পরিক্ষা তাই র্বোড থেকে প্রতিষ্টান প্রধানরা রেজাল্ট নিয়ে থাকেন। আমরা খোজ খবর নিয়ে পরে জানাতে পারবো।