‘দেমাগ’তানিন সুবহা’র

0 ৮০৯

00আলমগীর,বিনোদন : ঢাকাই সিনেমায় যে কয়জন তরুণ চিত্রনায়িকা সুনিপুণ অভিনয় দক্ষতা আর গ্লামার দিয়ে আলোচনায় আছেন তাদের মধ্যে একজন তানিন সুবাহ। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিন নতুন সিনেমায় নাম লিখিয়েছেন। সিনেমার নাম দেমাগ। এটি পরিচালনা করছেন এ আর মুকুল নেত্রবাদি। এর কাহিনি লিখেছেন পি জি মোস্তফা।
দেমাগে তানিন সুবহার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রিপন গাজী।
তানিন সুবহা এ বিষয়ে বলেন “দেমাগ ” চলচ্চিত্রটির কাহিনি ও গল্প শুনে আমার খুব ভালো লেগেছে। খান মঞ্জিল ও চৌধুরী মহল দুটি পরিবারের দ্বন্দ্ব নিয়ে এই সিনেমার মুল কাহিনি এগিয়ে গেছে। পরিচালক এ আর মুকুল নেত্রিবাদির সাথে ২ য় ছবি এই সিনেমায় বাস্তবতা খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস দর্শকরা ” দেমাগ ” ছবিটা উপভোগ করবেন।
তানিন সুবাহা ছাড়াও দেমাগ সিনেমায় আরও অভিনয় করছেন রেহানা জলি, সিরাজ হায়দার, গাঙ্গুয়া, কাবিলা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.