দেশকে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত করেই ছাড়বো – স্বরাষ্ট্রমন্ত্রী

0 ৮৩০

mail.google.comএম.এম আরিফুল ইসলাম, নাটোর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ’৭১সালে পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা এমন প্রতিরোধ গড়ে তুলেছিলাম যে তারা লেজগুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। এবার দেশের সব মানুষ এমনভাবে এক হয়েছে যাতে ওই জঙ্গীরাও পালাবে। জনগণকে সাথে নিয়ে দেশকে সম্পূর্ণভাবে জঙ্গীবাদ মুক্ত করা হবে। রোববার দুপুরের দিকে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় নাটোর সদর থানা আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি  বলেন, দেশের মানুষ জঙ্গীদের পছন্দ করে না। সেই ’৭১এর পরাজিত শত্রুরাই দেশে সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা চালাচ্ছে। জামায়াত ও ছাত্রশিবির বিভিন্ন সময়ে বিভিন্ন নামে দেশে এই জঙ্গী তৎপরতা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, যারা গত কয়েক বছরে যানবাহন ও অফিস আদালতে অগ্নিসংযোগ, বৌদ্ধ বিহার পোড়ানো এবং ১৯জন পুলিশকে হত্যা করেছে, সেসব করে সফল না হওয়ায় তারাই এখন সন্ত্রাস ও জঙ্গীবাদের নামে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর সদরের এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল। নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধূরী জলি, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, পিপি সিরাজুল ইসলাম, আব্দুল মালেক শেখ, বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া ও রুহুল আমিন বিপ্লব। সামবেশে সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরাও অংশ নেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাটোর সদর থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও থানা চত্বরে একটি স্থলপদ্মের চারা রোপন করেন। এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহীর রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, নাটোর জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এবং সভাপতিত্ব করেন নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। গত ২০১৪ সালে নাটোর-ঢাকা মহাসড়কের পাশে শহরের কানাইখালী এলাকায় দ্বিতল এই থানা ভবনের নির্মাণ কাজ শেষ হয়।

নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে শহরের প্রধান সড়কের ডিভাইডার সরিয়ে প্রায় তিন কিলোমিটার যান চলাচল বন্ধ
এম.এম আরিফুল ইসলাম, নাটোর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি একদিনের সফরে রোববার নাটোরে আসায় শহরের প্রধান সড়কের ডিভাইডার সরিয়ে প্রায় তিন কিলোমিটার যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে দুপুর পর্যন্ত সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এই সমাবেশ করতে সদর উপজেলার প্রায় সকল স্কুল কলেজ ও মাদরাসা বন্ধ রেখে সেই সব প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও অনেক ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে যোগ দেন। সকাল ১০টায় নাটোর পুরাতন বাস টার্মিনালে অনুষ্ঠিত এই সমাবেশের কারনে শহরের মাদরাসা মোড় থেকে ষ্টেশন পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় সকাল থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ছোট বড় যান চলাচল বন্ধ করে দেয়ায় সাধারন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়াও আগের দিন সড়ক বিভাগ শহরের সকল ভাংগা এবরো থেবরো রাস্তা কয়েক ঘন্টার মধ্যে মেরামত করে ফেলে। সন্ধ্যার পর পুলিশ শহরের মূল সড়কের মাঝে স্থাপন করা ডিভাইডার সরিয়ে ফেলে। সাধারন পথচারিরা বলেছেন, মাত্র ৫০ গজ দূরে কানাইখালি মাঠ বাদ দিয়ে মহাসড়কে সমাবেশ করায় তাদের দিনভর অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। নাটোর মহিলা কলেজ, দিঘাপতিয়া এমকে কলেজ, মাধনগর কলেজ, মাধনগর হাইস্কুল, লক্ষীপুর, সেনভাগ ও জামহুরিয়া কামিল মাদরাসাসহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রচ- রোদে ঘামে ভিজে এই সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

Leave A Reply

Your email address will not be published.