আবুমুছা স্বপন, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী ৩ টি গ্রামের মোট ৪ শত পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, “দেশের মানুষের কল্যাণ চাইলে বিএনপি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতা করতো না।” ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার কাদিপুর গ্রামে ইউনিয়ন আ,লীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, পৌর মেয়র আমিনুর রহমান, পল্লী বিদ্যুৎ নওগাঁ-২ এর এজিএম কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সাবেক ভাইসচেয়ারম্যান জহুরুল ইসলাম দুলাল, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ওসি মশিউর রহমান, আ,লীগ নেতা ওবায়দুল হক সরকার, আজাহার আলী, শাহজাহান আলী, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেকবোর্ড সচিব মিজানুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি বিকেল ৪ টায় আলতাদিঘী ও ৫ টায় মইশড় গ্রামে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.