ধনী বৃদ্ধ লোককে বিয়ে করলেন নায়িকা নিঝুম রুবিনা

১,৬৪৪

14593407_204387186649016_2083570184_nআলমগীর, বিনোদন : নায়িকা নিঝুম রুবিনা নিজেকে বেচে থাকার তাকিদে নিজের পেটের খাবার এর জন্য এক ধনী বৃদ্ধ লোককে বিয়ে করলেন অবশেষে। মুভি অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে নিঝুম রুবিনা আবার দর্শক সামনে হাজির হচ্ছে।পরিচালনায়ঃ রাহুল রওশন প্রযোজনায়ঃ এ, জেড, এম জাহাঙ্গীর কবির জয়া মিডিয়া প্রডাকশন ।

গ্রামের এক হত দরিদ্র মেয়ে কিভাবে একটু খেয়ে পরে বাঁচার আশায় একজন ধনী বৃদ্ধ লোককে বিয়ে করলেন এবং স্বতিত্ব রক্ষার জন কতটা নিরুপায় হয়ে তার ভালোবাসার মানুষটাকে খুন করে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

এটি রাহুল রওশনের দ্বিতীয় এবং চিত্রনায়িকা নিঝুম রুবিনার তৃতীয় মুভি জয়া মিডিয়া প্রডাকশন থেকে।

এতে আরও অভিনয় করবেন – প্রবির মিত্র, রেহানা জলি, মাসুম আজিজ সহ আরও অনেকে.. নৃত্য পরিচালনায় করবেন মাইকেল বাবু ও রতন।

আগামী ১৬ই অক্টোবর ২০১৬ইং থেকে মুভির সুটিং শুরু হবে বলে পরিচালক সূত্রে নিশ্চিত করা হয়েছে।