ধামইরহাটে বাল্যবিবাহ রোধে কর্মশালা অনুষ্ঠিত

0 ৯০৫

mail-google-comআবুমুছা স্বপন,ধামইরহাট-নওগাঁ : ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য বিবাহ রোধে শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়ার সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও জাকস ফাউন্ডেশনের সৌজন্যে  উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ গ্রহণ করেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, উপজেলা/ ইউপি চেয়ারম্যানগণ, অভিভাবক পুরুষ ও মহিলা। কর্মশালায় বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আঃ ওয়াহিদ, ধামইরহাট ইউপি’র চেয়ারম্যান কামরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানী, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বিমল কুমার রুরাম, জাকস ফাউন্ডেশন আর এম মনিরুল ইসলাম, অভিভাবক ও ইউপি সদস্যা রেহেনা পারভীন, ধামইরহাট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রিনা হাসদা প্রমুখ।  সভায় বক্তাগণ   বাল্য বিবাহ রোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রতিশ্রুকি ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.