ধামইরহাটে স্বেচ্ছাসেবক সংগঠন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

0 ৮২৪

mail-google-comআবুমুছা স্বপন, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবক সংগঠন ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসার লক্ষ্যে চক্ষু শিবির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ধামইরহাট ইউপি’র স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্ব চক্ষু শিবির অনুষ্ঠানে চোখের বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও অপারেশন কার্যক্রম পরিচালনা করেন খঞ্জনপুর মিশন চক্ষু হেল্থ ও সার্ভিস হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মানুয়েল পাল্স। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক সংগঠনের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, সম্পাদক অতুল কুমার বর্মন, সহ-সভাপতি এটিএম বদিউল আলম, সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মাজেদুর রহমান, মিজানুর রহমান ও প্রেসক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ধামইরহাট ইউনিয়নের প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

ধামইরহাটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদানে স্বেচ্ছাসেবক নয়, নৈশ্য প্রহরী দিয়ে সেবা
আবুমুছা স্বপন, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় ভিটামিন এ টিকাদান কার্যক্রমে প্রচারনা না থাকার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে উপজেলা বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের উপস্থিত একেবারেই কম লক্ষ করা গেছে। শনিবার সকালে উপজেলার বাসস্ট্যান্ডে অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোন স্বেচ্ছাসেবককে পাওয়া যায়নি সেখানে নৈশ্য প্রহরী এরশাদকে দিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে দেখা গেছে। এদিকে সদর হাসপাতালে গিয়ে কোন শিশুর উপস্থিত উপস্থিত সাংবাদিকদের নজরে পড়েনি। মসজিদের সকল ইমামদের পূর্বে থেকে অবগত করা ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারনার সিদ্ধান্ত থাকলেও তা কেন বাস্তবায়ন করা হয়নি এমন প্রশ্ন করলে হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক ডা. মাজেদুর রহমান ‘প্রচারনা করা হয়েছে’ বলে বিষয়টি এড়িয়ে যান। প্রচারনার বিষয়ে হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান নুরুজ্জামান কিছুই জানেনা বলেও প্রাপ্ত তথ্য জানা গেছে, ইউপি সদস্য মিজানুর রহমান ও স্থানীয় ব্যবসায়ী মাসুদ প্রচারনার কথা জানেনা বলে অভিযোগ করেন। সম্প্রতি হাসপাতালের বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগে ডা. মাজেদুরের অপসারণ দাবী জানিয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচীও পালন করলেও নিজ এলাকায় তিনি আজও বহাল তবিয়তে কর্মস্থলে বহাল আছেন। এলাকাবাসী ধামইরহাট হাসপাতালকে দূর্নীতিমুক্ত দেখতে চায়।

Leave A Reply

Your email address will not be published.