ধামইরহাট পৌরসভার নির্বাচনে মেয়রসহ ৫৬ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

0 ৪৯৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন করা হয়েছে। ১১ জানুয়ারী বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নওগাঁ জেলা নির্বাচন অফিসার ও ধামইরহাট পৌরসভা নির্বাচন-২০২০ এর রিটার্ণিং অফিসার মাহমুদ হাসান ৩ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত মহিলা আসন ও ৩৬ জন সাধারণ কাউন্সিলারদের পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন সহ বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলার ৩৬ জন, সংরক্ষিত ৩টি নারী আসনের বিপরীতে ১৭ জন ও মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। আগামী ৩০ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রহমান, নৌকা প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোয়ন প্রাপ্ত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ধানের শীষ ওএকমাত্র স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আইয়ুব হোসেন নারীকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 

Leave A Reply

Your email address will not be published.