ধামইরহাট সীমান্তে বিজিবি কর্তৃক ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার

0 ২৬৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট সীমান্তে বিজিবি কর্তৃক ৪২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
১৪ বডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনায়ক লে.কর্ণেল মো.জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর ভোরে উপজেলার ভূটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.শাহজাহান আলীর নেতৃত্বে বিজিবি টহলটিম দড়িপাড়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল আটক করে। একই রাতে আগ্রাদ্বিগুন বিওপির টহল সুবেদার কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাউটি গ্রামে অভিযান চালিয়ে ১৯০ বোতল ও বুধবার রাতে কড়িয়া বিওপির বিজিবি টহলটিম কুদুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারকেল ও সাউন্ড বক্সের ভেতরে সাজানো ৩৭ বোতল ফেনসিডিলসহ মোট ৩টি স্থানে অভিয়ান চালিয়ে ৪২৭ বোতল ফেন্সিডিল আটক করে। তবে কোন চোরাকারবারীকে পায়নি বিজিবি।

 

ধামইরহাটে বিনামূল্যে সার ও বীজ পেল ২ হাজারের অধিক কৃষক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে ২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। ২১ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার-বীজ বিতরণ উপলক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ২ হাজার ২শত ৯৫ জন কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কৃষি অফিসার মো.সেলিম রেজা, কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, ইমরুল কায়েম, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, পাস্কায়েল হেমরম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, আজকে ১ হাজার ২০ কৃষক প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ,২০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিতরণ করা হয় এবং পরবর্তীতে আরও ৬শত জন কৃষক প্রত্যেককে ২কেজি ভুট্টা বীজ,২০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ সার, ৬শত ৭৫ জন কৃষককে ৫কেজি মুগ ডালবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.