‘ধ্যাততেরিকি’তে ক্যামিও চরিত্রে বিজয়

0 ১,৫৫৯

আলমগীর,বিনোদন :
শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা ‘ধ্যাততেরিকি’। এখানে দেখা যাবে আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ও নতুন অভিনেত্রী ফারিন’কে। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
রোমান্টিক-কমেডি ধাঁচের ছবি ‘ধ্যাততেরিকি এতে কলকাতার রজতাভ দত্তের সাথে বিশেষ এই ক্যামিও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে বিজয় কে!
তার এই চরিত্র সম্পর্কে তিনি বলেন, সিনিয়রদের সাথে কাজ করতে আমার ভালো লাগে এর মধ্যে ধ্যাততেরিকি সিনেমায় আমি বোবা চরিত্রে কাজ করেছি একজন বাড়ির কেয়ার টেকার হিসেবে! জাম্বো নামধারী কেয়ার টেকারের বাড়ির মালিকের দুইটি ছেলে থাকে। একটির নাম থাকে রাজা আরেকটি হচ্ছে শাহেন শাহ! শাহেন শাহ হচ্ছে মালিকের পছন্দের কুকুর!

সিনেমাটি আসছে পহেলা বৈশাখে সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।
এ পর্যন্ত ‘ধ্যাততেরিকি’ ছিয়াশি’র মত সিনেমা হল
পেয়েছে বলে জানা গেছে!

আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ছাড়াও আরো অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত রনি, সাদেক বাচ্চু, সুষমা, বিশ্বনাথ বসু ,অরন্য বিজয়, শুভাষীশ , সুপ্রিয় দা।

Leave A Reply

Your email address will not be published.