নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দোকানেগুলোতে অভিযান

0 ১৬২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল ও আটা বিতরণে কোন অনিয়ম হচ্ছে কি না এই জন্য অভিযান পরিচালনা করেছে খাদ্য বিভাগ এবং জেলা প্রশাসন।

বুধবার বেলা ১১টার দিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর নির্দেশনায় পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত খাদ্যবান্ধব কর্মসূচির দোকানেগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায়, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলয় রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায় বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল এবং আট্#া৩৯;র মান বিবেচনা ও সঠিক নিয়মে গ্রাহকরা পাচ্ছে কি না তা যাচাই করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের কাছে এসব পন্য ব্যবহারের গুনগত দিক তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সদর উপজেলার ১২টি পয়েন্টে সকাল থেকে অভিযানে কোন প্রকার অনিয়ম ও অভিযোগ পাওয়া যায়নি। তবে খাদ্যবান্ধব কর্মসূচিতে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নওগাঁ পৌর এলাকার মোট ১২টি কেন্দ্রে প্রতিদিন ৭৫০ কেজি চাল, ৭৫০ কেজি আটা নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.