নওগাঁয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 ১৯৬
নওগাঁ প্রতিনিধি :নওগাঁর বদলগাছীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এসময মোটরসাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা ১কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  মঙ্গলবার রাতে  উপজেলার চকতাল এলাকা থেকে গ্রেফতার করে বুধবার (২৯ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শাহাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে রিপন (৩৫) ও  ঝাড়ঘড়রিয়া এলাকার শাহজাহান আলী খানের ছেলে সোহেল রানা (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রিপন ও সোহেল রানা দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রিপন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা গাঁজা বহনকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.