নওগাঁয় ৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0 ১৯৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলার শালুকা স্কুল প্রাঙ্গনে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” বাংলাদেশ এর আয়োজন করেন।

এসময় জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান মমতাজ বেগম,
সোস‍্যাল এইড-এর নির্রাহী পরিচালক বাবুল আকতার, সোশ্যাল এইড এর নওগাঁ জেলার ‘জেলা প্রকল্প সমন্বয়কারী’ ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক এ এস এম রায়হান আলম ও শালুকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মাঝে ১টি স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১২টি কলম, ৬টি পেন্সিল অন‍্যান‍্য শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com