নওগাঁর পোরশায় বিজিবি কতৃক মাদক চোরাকারবারি আটক

0 ১২৯

মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে বিজিবি সদস্যরা মিজানুর রহমান(২৭) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছেন। মিজানুর কালাইবাড়ি চকবিষ্ণুপুর গ্রামের মোজাফ্ফরের ছেলে।

১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার রিয়াজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ৪৫ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মিজানকে সীমান্ত এলাকার চকবিষ্ণুপুর কলোনীপাড়ার নিছ এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করার প্রকিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com