নওগাঁয় ক্রীড়া সংস্থার উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে সভা

0 ৭৬৪

naogaon Pic 23.08.2016 (1)লোকমান আলী, নওগাঁ : নওগাঁ জেলা সংস্থাকে খেলাধুলার মাধ্যামে আরো গতিশীল করতে এবং গ্রামীন ঐত্যয্যবাহী হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনতে এবং জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব এ্যাডঃ শহিদুজ্জামান সরকার এমপি। গতকাল মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি, বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও টুর্নামেন্টের আহবায়ক ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোস্তফিজুর রহমান টুনু, দিলিপ কুমার, রনজিৎ সরকার, আতিকুজ্জামান স্বাধীন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুর আল মামুন, জেলা ফুটবল এ্যাসিয়োশনের সভাপতি মামুনুর রহমান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.