নওগাঁ প্রতিনিধি: “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটিলাইজেশন“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় সমাজ সেবা দিবস-২০১৭ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের সার্কিট হাউস থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বর্ন্যাঢ্য র্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস, এম জোবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সমাজসেবার সহকারী উপপরিচালক কাওছার জাহান প্রমুখ বক্তব্য রাখেন।