নওগাঁয় জাতীয় সমাজ সেবা দিবস পালিত

0 ১,১৮৩

নওগাঁ প্রতিনিধি: “সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটিলাইজেশন“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় সমাজ সেবা দিবস-২০১৭ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের সার্কিট হাউস থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস, এম জোবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সমাজসেবার সহকারী উপপরিচালক কাওছার জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.