নওগাঁয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0 ৬০১

নওগাঁ প্রতিনিধি : ফেষ্টুন উড়ানো ও ডিসপ্লে প্রদর্শনের মধ্যে দিয়ে নওগাঁয় রানার বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নওগাঁ ষ্ট্রেডিয়ামে এর শুভ উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে রানার গ্রুপ এর চেয়ারম্যান ও রাজশাহী কিংস এর স্বাতাধীকারী হাফিজুর রহমান খান, বি,কে,এসপির সাবেক মহাপরিচালক আব্দুল লতিফ খান, বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ আলী দ্বীন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল ও মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন নওগাঁ ক্রিকেট উন্নয়ন একাডেমী বনাম পাবনা ধ্রুব ক্রিকেট একাডেমী। খেলায় মোট ১৪টি দল অংশ গ্রহন করবেন।

Leave A Reply

Your email address will not be published.