লোকমান আলী, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’ অনুষ্টিত হয়েছে। চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুন নবী রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, বিশেষ অতিথি ছিলেন, মহাদেবপুর (মান্দা) সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ, মহাবেদপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বাবু অজিদ কুমার মন্ডল, চাঁন্দাশ ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. আ: ছাত্তার, সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ।