অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা প্রশস্ত রাস্তা করে দিয়েছি, প্রশস্ত ফুটপাত, আইল্যান্ড ও লাইটিং করে দেওয়া হয়েছে। সেজন্য এখানে সুন্দর একটা পরিবেশ হয়েছে। আর সেখানে আপনারা ফুড কর্ণার এর আয়োজন করেতে পেরেছেন। আমরা ক্ষেত্র তৈরি করে দেবো। বাকিটা নাগরিকেরা করবেন। একজন না পারলে ৫/১০ জন মিলে করবেন। নিজে চাকুরীর আশায় না থেকে উদ্যোক্তা হয়ে আরো ১০জনের চাকুরীর ব্যবস্থা করবেন-এটি আমরা প্রত্যাশা করি। এভাবে সারা দেশে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা এই ক্ষেত্রকে উৎসাহিত করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশের আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপস্থিত ছিলেন জোন-৭ এর কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন।