আলমগীর,বিনোদন :
নতুন বছরের শুরুতে বাজারে আসছে তরুণ কন্ঠশিল্পী রাকিব চৌধুরির একক অ্যালব্যাম ‘রাকিব চৌধুরি ভলিউম-১’। রবিন ইসলামের ফিউচারিং-এ এই অ্যালব্যামে থাকছে ৬ টি ভিন্নধরনের গান। গানগুলো হচ্ছে- তোমায় বড় ভালবাসি, টেরাম টেরাম, তোরই খেয়ালে, এক পা দু’পা করে, আধো মাঝে আধো আমি ও প্রেমের জন্য সব হারাব। লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ, কাজী শাহিন, আদিত্য রুপু ও সোহাগ। অ্যালবামের প্রতিটি গানের মাঝেই শ্রোতারা ভিন্নতার রস পাবে। সবকয়টি গানই সময় নিয়ে অনেক যত্ন করে তৈরি করা হয়েছে এবং গানের কথাগুলো শ্রোতাদের হৃদয় ছুয়ে যাবে বলেই কন্ঠশিল্পী রাকিব চৌধুরির বিশ্বাস। অ্যালব্যাম সম্পর্কে রাকিব চৌধুরি বলেন, অনেক সময় নিয়ে শ্রোাতাদের কথা মাথায় রেখে অ্যালব্যামের গানগুলো করেছি। প্রতিটি গনে শ্রোতারা এক অসাধারণ গীত ও সুরের ছোঁয়া পাবে।
শ্রোতাদের ভাল লাগলেই পাবো আমার অনেকগুলো রাত জাগার সার্থকতা। বাংলা গানকে ভালবাসি আর শ্রোাতাদের ভালবাসা নিয়েই চলতে চাই অনেকটা পথ। সঙ্গীত পরিচালক রবিন ইসলাম বলেন, আমি অনেক কন্ঠশিল্পীদের সাথেই কাজ করেছি। কিন্তু রাকিব চৌধুরির মাঝে অনেকে থেকেই আলাদা একটা প্যাটার্ন খুজে পেয়েছি। নতুন হলেও তার সুরের ইন্দ্রজালে শ্রোতার মুগ্ধ হবেন এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আশাকরি গানগুলো সবার ভাল লাগবে। ইরিমধ্যে ‘তামায় বড় ভালবাসি’ গানটির মিউজিক মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। নেপালের পোখরায় বিভিন্নতা মনোরম লোকেশন এ গানটির চিত্রায়ন করা হয়েছে। কন্ঠশিল্পী রাকিব চৌধুরির সাথে এ গানের মডেল হয়েছে লাবন্য। ‘রাকিব চৌধুরি ভলিউম-১’ অ্যালবাম এবং মিউজিক ভিডিওটি থার্টি ফার্স্ট নাইটে সুরঞ্জলির ব্যানারে অ্যালবামটি রিলিজ হচ্ছে। আগামী ‘টেরাম টেরাম’ গানটির মিউজিক ভিডিও চিত্রায়ন করা হবে কন্ঠশিল্পী জানান।