নতুন বিজ্ঞাপনে শাহতাজ

0 ৬৯৯

বিনোদন ডেস্ক : হালের আলোচিত মডেল-অভিনেত্রী শাহতাজ সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। কলকাতার নির্মাতা সিদ্ধান্তর পরিচালনায় নির্মিত এই বিজ্ঞাপনটি ”চকো বাইট বিস্কুট”র। বিজ্ঞাপনটিতে শাহতাজের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভানকে। এই জুটির ২০১৫ সালে প্রচারিত ”গাজী টিভি”র বিজ্ঞাপনটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে সেই বিজ্ঞাপনটির পর প্রায় তিন বছর পর নতুন এই বিজ্ঞাপনটির মাধ্যমে আবার দেখা যাবে তাদের।

নিজের এই নতুন বিজ্ঞাপন সম্পর্কে শাহতাজ বললেন,”এ বিজ্ঞাপনের থিমটা খুব সুন্দর। বেশ স্বাচ্ছন্দ্যেই কাজ করছি। জোভানের সাথেও কাজ করা হলো অনেকদিন পর। সবমিলিয়ে ভালো লেগেছে। আসলে আমি নাটকের চেয়ে বিজ্ঞাপনে কাজ করতে একটু স্বাচ্ছন্দ্যবোধ করি। নাটকের চেয়ে বিজ্ঞাপনই আমাকে বেশি টানে,আর বিজ্ঞাপন চিত্রের মডেল হলে খুব সহজেই দর্শকদের কাছে পৌছানো যায়। আশা করছি এই বিজ্ঞাপনটিও দর্শকদের ভালো লাগবে।” বিজ্ঞাপনটির নির্মাতা সূত্রে জানা গেছে খুব শীগ্রই এটির প্রচার শুরু হবে।

উল্লেখ্য,শাহতাজ-জোভান জুটির প্রথম বিজ্ঞাপন ছিলো ২০১৪ সালে ”আলপেনলিবে জাস্ট জেলি” বিজ্ঞাপনটি।

Leave A Reply

Your email address will not be published.