নতুন সড়ক আইন বাস্তবায়নের সময় আরও ৭ দিন বাড়লো

0 ৩৮১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: নতুন সড়ক আইন বাস্তবায়নে আরও ৭ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বনানীস্থ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে নতুন সড়ক পরিবহন আইন নিয়ে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার আগেও ১ সাপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। যাতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হয়। সচেতনতা বাড়াতে আরও এক সপ্তাহ সময় বাড়ানো হলো। এরপর থেকে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।’ব্রেকিংনিউজ

এছাড়াও আইনের বিধি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘সড়ক আইন প্রয়োগের আগেই সবকিছু আটঘাট বেঁধে নামতে হবে। এজন্য নগরের ফুটপাত, পার্কিংয়ে শৃঙ্খলা আনতে হবে।’

বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মুর্শেদ খান এবং স্থায়ী কমিটি সদস্য মাহবুবুর রহমান বিএনপি থেকে পদত্যাগ করেছেন, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অন্য দলের মধ্যে কি হলো, কে, কোন দল থেকে চলে গেল, কে আসলো এই বিষয় নিয়ে আওয়ামী লীগের কোনও মাথাব্যথা নেই। আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী তাদের নিয়েই তো আমরা ব্যস্ত। অন্য দলের নিয়ে আমরা ভাবি না।’

বিকেলে রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিকেলে বিদেশি বন্ধুদের সাক্ষাৎ হবে। আমাদের দেশে যেসব রাষ্ট্রদূত আছে তাদের সঙ্গে কথা হবে। আর বিএনপি তো কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে। কথায় কথায় অভিযোগ করে সেই অভিযোগের কথাগুলো আমাদেরকে শুনতে বলে।’

তিনি বলেন, আমরা রাষ্ট্রদূতদের সঙ্গে বিকেলে বসবো। যারা নির্বাচনে, আন্দোলনে ব্যর্থ এখন তাদের রুলই হচ্ছে অভিযোগ। বিদেশি বন্ধুদের কাছে বিএনপি যখন নালিশ করে এবং যাদের বিরুদ্ধে নালিশ করে তখন তারা (রাষ্ট্রদূতরা) তাদের কাছে থেকে শুনতে চায়। তাই আমাদের কাছে থেকে তারা শুনতো চাইছে তাই তাদের সঙ্গে বসবো।

 

Leave A Reply

Your email address will not be published.