নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

0 ৩৮১

নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামে এক আরোহী নিহত হয়েছে। এসময় অপর মোটরসাইকেলের দুই আরোহী লিটন (৩০) ও শিমুল (৩৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান বগুড়ার নাটাইপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তব্যরত ডাক্তার সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহতদের ভর্তি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.