নরসিংদী প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এবং “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার [৫ মার্চ ] সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় এই সমাবেশ কর্মসূচি পালিত হয়। \
উপজেলা পরিষদ চত্বরের সামনে অনুষ্ঠিত সমাবেশে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা [অ.দা.] ফারহানা আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, পলাশ থানার ওসি [তদন্ত] হুমায়ুন কবির ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের নারী ও এনজিও সমূহের কর্মকর্তাগণ সমাবেশে অংশগ্রহণ করে।