নাটোর প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাটোরে নলডাঙ্গা উপজেলায় হস্তান্তরের জন্যে আরো ১০৮টি বাড়ি প্রস্তুত হয়েছে। আগামী ৯ আগস্ট উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে।
নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান সোমবার (৭ আগস্ট)বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওমর খৈয়াম, পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, সাংবাদিক জহিরুল ইসলাম , মোঃ মামুনুর রশিদ, রানা আহমেদ, রেজাউল করিম ও পিআইও অফিসের স্টাফ জহিরুল ইসলাম প্রমুখ।