
রবিবার (২৫জুন) দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে । সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয় তাকে।
সাজা প্রাপ্তরা হলেন উপজেলার রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলী ভুট্টো ।
ভ্রাম্যমাণ আদালতের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।