নলডাঙ্গায় বঙ্গবন্ধু জন্মদিন ও জতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রস্কন রচনা প্রতিযোগীতা

0 ৯৮২

এম এম আরিফুল ইসলাম, নাটোর : ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর ররহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন হাউস সোস্যাল অগ্রানাইজেশন এর আয়োজনে বৃহস্পতিবার উপজেলার পাটুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কমকতা মোঃ ইদ্রিস আলী,গ্রীন হাউস,সভাপতি মোঃ রেজাউল করিম,সাধারন  সম্পাদক মেহেদী হাসান,পিপরুল ইউনিয়াস আওয়ামীরীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর হোসেন,প্রধান শিক্ষক, সেন্ট কুমার দত্ত। পাটুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরসভাপতি মোঃ সাইফুল ইসলাম। চিত্রাঙ্কন ও রচনা প্রতিয়োগিপার বিচারকের দ্বায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক,মোঃ গোলাম আজম খান,মো শাহাদত  প্রাং,ভারতী রানী। বিজয়ী শিক্ষাথরদের মাঝে অতিথিরা পুরুষ্কার বিতারণ করেন। পরে পাটুল বাজার গ্রীন হাউজ অফিসে গ্রীন হাউজ সভাপতি রেজাউল করিমের সভাপত্বেত ইউনিয়ান যুবলীগের সাধরণ সম্পাদক দেওয়ান শাহজালাল পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা থানার অভিসার ইনচাজর্ মোহা:মোস্তফা কামাল,প্রধান আলোচক ছিলেন নলডাঙ্গা প্রেসক্লাবে সভাপতি মুক্তিযোদ্ধা ডা শেখ মজিবর রহমান,বিশেষ অতিথি ছিলেন পিপরুল  ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি ও পিপরুল ইউপি পরিষদের চেয়ারম্যান  কলিমুদ্দিন কলি,পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার,পিপরুল ইউনিয়ান আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি মো আকবর হোসেন সরদার,ইউপি সদস্য জসিম উদ্দিন,ওয়াডর্  আওয়ামী সভপতি আলাউদ্দিন ও সাধরণ সম্পাদক আ:হামিদ রিপন মাষ্টার।

Leave A Reply

Your email address will not be published.