এম এম আরিফুল ইসলাম, নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে গ্রীণ হাউজ সোস্যাল অর্গানাইজেশন উদ্দ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা সেবা উদ্ধোধন করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শাহ্জালাল। চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট সাহিত্যিক রাজশাহী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের উপ-প্রধান শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়াদুদ (নাজিব)। দিন ব্যাপি এই ফ্রি চিকিৎসা সেবায় শাতাধিক শিশু, নারী ও পুরুষ সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্ংস্থার সহ-সভাপতি নিলুফা ইয়াছমিন, কবি ও সাংবাদিক কবির হোসেন, ডাঃ শাহজাহান মন্ডল, সেচ্ছাসেবক ইলিয়াস আহম্মেদ, মোস্তাফিজুর রহমান ও শাহালম।