নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

0 ৮২

অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা আদিবাসী একাডেমীর সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি লুইস টুডুর সভাপতিতে “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি”এই প্রতিপাদ্যেকে উপজীব্য করে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল থানার অফসার ইনচার্জ মিন্টু রহমান, আদিবাসী নেতা হিংগু মুর্মু ,কর্নেলিয়াস মুর্মু, প্রদ্বীব হেমব্্রম, বিশ্বনাথ মাহাতো ও রঞ্জনা রানী বর্মন।

আদিবাসী নেতৃবৃন্দরা, বাংলাদেশের সংবিধানে সমতলের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতিসহ তাদের বিভিন্ন দাবী উপজেলা প্রশাসন ও সরকারের কাছে তুলে ধরে বক্তব্য দেন।

Leave A Reply

Your email address will not be published.