নাচোলে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ইউএনওর মতবিনিময় ও প্রেস ব্রিফিং

২২৯

অলিউল হক ডলার, নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ রবিবার দুপুর ৩টায় উপজেলা মিনি কনফারেন্সে রুমে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, পূর্বে নাচোল উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাচোল উপজেলার ৭০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান করা হয়।

৩য় পর্যায়ে নাচোল উপজেলায় আরো ২১৬টি ভূমিহীন ও গৃহহীনকে গৃহ প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মৃথিলা দাস,উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অফিসার আতিকুর রহমান। এছাড়া নাচোল উপজেলার ৩টি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.