নাটোরে অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

0 ২৪১

নাটোর প্রতিনিধি: নাটোরে মাহে রমজান ও ঈদ-উল-ফিতর ঈদ উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বড়হরিশপুর এলাকায় জনতা ব্যাংকের আয়োজনে ৪ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের এফসিএ পরিচালক অজিত কুমার পাল।

জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহা পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের এরিয়া উপ-মহাব্যবস্থাপক সফিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হালিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ ব্যাংক কর্মকর্তাবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.