
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঘুরে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে তারা এক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় সহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বিএনপি যদি পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চায় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এজন সরকারের প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকেও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।